টেকনাফে গুলিতে মাদক কারবারি নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
 | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০১৮, ১০:৩৪

টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালী পাড়া মেরিন ড্রাইভ এলাকায় পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলিতে জিয়াউর রহমান জিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার ভোরে এই ঘটনা ঘটে।

নিহত জিয়া সদর ইউনিয়নের নাজির পাড়া গ্রামের মোহাম্মদ ইসলামের ছেলে।

পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলা রয়েছে। তিনি পুলিশের হাতে আটক ছিলেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ বলেন, ‘জিয়ার দেওয়া তথ্য অনুযায়ী মেরিন ড্রাইভ সড়কে অভিযানে গেলে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। সেই গুলিতে জিয়া আহত হন। পরে পুলিশ পাল্টা গুলি চালালে মাদক কারবারিরা পালিয়ে যায়। জিয়াকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি এলজি , ২১ রাউন্ড গুলি, ২৩ রাউন্ড খালি খোসা ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গোলাগুলিতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

ঢাকা টাইমস/২৫ নভেম্বর/প্রতিনিধি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :