কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১২:৩৫ | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০১৮, ১১:৫৬

কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। রবিবার ভোরে জেলার রাজবাড়ী মহাসড়কের খোকশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁর মুকুন্দপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মাহাতাব উদ্দিন এবং একই জেলার পঞ্চবর্গা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আব্দুল কাদের।

খোকশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মেহেদী মাসুদ জানান, ‘নওগাঁ থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি বাস খোকশায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে খাদে পড়ে যায়। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের উদ্দার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত যাত্রীদের কয়েকজন অভিযোগ করেন, বাসের চালক ঘুমের ঘোরে গাড়ি চালাচ্ছিলেন। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পথে কয়েক জায়গায় দুর্ঘটনা ঘটতে গিয়েও তারা বেঁচে গেছেন বলে জানান।

এদিকে সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়ার মিরপুরের ভাঙ্গা বটতলা এলাকায় বাসের ধাক্কায় মাসুদ আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

ঢাকা টাইমস/২৫ নভেম্বর/প্রতিনিধি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :