কলিং বেল চেপে ঢলে পড়লেন তিনি

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০১৮, ১৬:২৫

রাজশাহী জেলা অফিসের নির্বাচন কর্মকর্তা নিয়ামুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। ঢাকা থেকে প্রশিক্ষণ নিয়ে বাড়ি ফিরেই রবিবার ভোরে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

নিয়ামুল ইসলামের ভাতিজা সাব্বির আহমেদ জানান, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে তার চাচা নগরীর সাগড়পাড়ার বাসায় ফিরেন। বাড়ির কলিং বেলে চাপ দিয়েই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে নিয়ামুল ইসলাম স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। সোমবার বাদ আসর সাগরপাড়া জামে মসজিদে তার জানাজার নামাজ শেষে টিকাপাড়া গোরস্থানে তার মরদেহ দাফন করার কথা রয়েছে।

নিয়ামুল ইসলাম ২০১৭ সালের ১০ অক্টোবর রাজশাহী কার্যালয়ে যোগদান করেন। তিনি জেলা নির্বাচন কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার গোবিন্দপুরে।

ঢাকাটাইমস/২৫নভেম্বর/আরআর/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :