৬৬ বছরের লারিসার মডেল হওয়ার গল্প

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৫:৪৭ | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০১৮, ১১:১০

লারিসা মিখালতসোভা। বয়স তার ৬৬। ইউক্রেনের কালিনোভকা নামে একটি ছোট্ট গ্রামে থাকেন তিনি। পেশায় একজন শিক্ষক। ৪০ বছর ধরে বাচ্চাদের একটি বিশেষ ধরনের বাদ্যযন্ত্র বাজানো শেখান। তবে তিন বছর আগে তিনি মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এই বয়সে কীভাবে এটা সম্ভব হলো সম্প্রতি সেই গল্পই শুনিয়েছেন ৬৬ বছর বয়সী মডেল লারিসা।

তিনি বলেন, ‘শুরুটা হয়েছিল একটি রোস্তোরাঁ থেকে। টুকটাক নাটকে কাজ করতাম। স্থানীয় একটি পত্রিকার প্রকাশক আমার নাটক দেখার পর ফোনে যোগাযোগ করেন। তারা আমাকে একটা ফটোশ্যুটে অংশ নেয়ার প্রস্তাব দেয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাদের একটি বিশেষ অনুষ্ঠান ছিল।

‘আমি সময় নিয়ে ভাবলাম এবং ফটোশ্যুটে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলাম। অনেক সাবধানে নিজের পোশাক পছন্দ করলাম। সেখানে আমাকে বাদ্যযন্ত্র নিয়ে ছবি তুলতে বলা হল। ছবি তোলার পর আমার নাতিকে প্রযোজক হওয়ার জন্য অনুরোধ করলাম। এরপর সে (নাতি) রাশিয়ায় একটি এজেন্সির সঙ্গে যোগাযোগ করল। যেটা মূলত বৃদ্ধদের নিয়ে কাজ করে। এরপর মস্কোতে আসা-যাওয়া শুরু করলাম।’

লারিসা বলেন, ‘আমি হাই হিল ও স্কার্ট পরতে শুরু করলাম। আমার চুলেও পরিবর্তন আনা হল। এভাবে আমার ছবিও তোলা হলো। এজেন্সির মালিক আমার দিকে তাকিয়ে বলল, ‘একে প্রচ্ছদে রাখো।’ প্রথমে এটা শুনে আমার রাগ হয়েছিল। এর মানে তুমি কী তুমি বোঝাতে চাও, আমি বৃদ্ধ? আমি একজন শিক্ষক।’

ফটোশ্যুটের পর জার্মানে একটি ফ্যাশন শোতে অংশগ্রহণের সুযোগ পান লারিসা। তিনি বলেন, ‘আইলাইনার, মেকাপ, কার্ল করা চুল, এসবে আমি মোটেই অভ্যস্ত নই। তবে মাসে যেহেতু একবার তাই সহ্য করে গেলাম। ফ্যাশন শোয়ের জন্য নিজেকে ভালোভাবে তৈরি করেছিলাম। নাচ ও ক্যাটওয়াক ক্লাসগুলোতেও অংশ নিতাম। আমি কিছুটা আত্মকেন্দ্রিক। তাই যখন আমাকে কেন্দ্র করেই সবার নজর, তখন নিজেকে রানীর মতো মনে হয়েছিল।’

ছোট্ট করে এভাবেই নিজের মডেল হয়ে ওঠার গল্প শোনান লারিসা। ৬৬ বছর বয়সী এই মডেল এমন একটি গ্রামে বাস করেন যেটা ফ্যাশন শিল্প থেকে অনেক দূরে। কিন্তু তিনি সেই দুরুত্ব রাখেননি। বয়সও তাকে থামাতে পারেনি। কাজেই তার বয়সী নারীদের প্রতি লারিসার উপদেশ, ‘বয়স নিয়ে ভাবা বা যুদ্ধ করার কিছু নেই বরং এটাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই ভালো।’

ঢাকা টাইমস/২৬ নভেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :