মতিয়াকে জাপা-জাসদের সমর্থন

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০১৮, ১৭:৩৬

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে নালিতাবাড়ী উপজেলা জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থন জানিয়েছে। নির্বাচনে তাকে জয়ী করতে সব ধরনের সহযোগিতা করা হবে বলে দল দুইটির পক্ষ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উপজেলা জাসদের দলীয় সূত্র জানায়, নির্বাচনে বেগম মতিয়া চৌধুরীর পক্ষে কাজ করা ও তাকে জয়ী করতে নালিতাবাড়ী উপজেলা জাসদের নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে, জাতীয় পার্টির কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বেগম মতিয়া চৌধুরীকে সমর্থন জানাচ্ছে উপজেলা জাপা। স্থানীয় জাপার নেতাকর্মীরা বেগম মতিয়া চৌধুরীকে জয়ী করার জন্য কাজ করে যাবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

নকলা ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সূত্র জানায়, কৃষিমন্ত্রীর পক্ষে ওই দুই উপজেলায় আওয়ামী লীগের সকল সদস্য খ- খ- দলে বিভক্ত হয়ে ওয়ার্ড পর্যায়ে নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্র কমিটি গঠনের কাজ চলছে।

নালিতাবাড়ী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা স্থানীয় সাংসদ কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তাকে জয়ী করার জন্য আমরা কাজ করে যাব।

নালিতাবাড়ী উপজেলা জাসদের সভাপতি লাল মোহাম্মদ শাহজাহানের বলেন, বেগম মতিয়া চৌধুরী ১৪ দলের অন্যতম শীর্ষ নেত্রী। তিনি উন্নয়নের নেত্রী। তার বিপক্ষে নির্বাচন করা মানে উন্নয়নের বিরুদ্ধে নির্বাচন করা। আমরা উন্নয়নের বিরুদ্ধে যেতে পারি না। তাই বেগম মতিয়া চৌধুরীকে আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি। আমাদের একটা ভোটও উন্নয়নের বিরুদ্ধে নষ্ট করতে চাই না।

প্রসঙ্গত, শেরপুর-২ আসনে নালিতাবাড়ী উপজেলায় ১ লাখ ৯৭ হাজার ৬২২ এবং নকলা উপজেলায় ১ লাখ ৫১ হাজার ২২৫ জন ভোটার রয়েছেন।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :