পঞ্চগড়ে শফিউল আলম প্রধানের ছেলে-মেয়ের মনোনয়ন জমা

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০১৮, ১৭:৫০

পঞ্চগড়ে দুইটি নির্বাচনী আসনেই ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় গণতান্ত্রিক দলের (জাগপা) পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। জাগপা প্রার্থীরা হলেন- জাগপার প্রতিষ্ঠাতা প্রয়াত শফিউল আলম প্রধানের মেয়ে তাসমিয়া প্রধান এবং ছেলে রাসেদ প্রধান।

সোমবার দুপুরে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের হাতে পঞ্চগড়-২ আসনে মনোনয়নপত্র জমা দেন ব্যারিস্টার তাসমিয়া প্রধান। এ সময় তার সাথে জেলা জাগপার কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার পঞ্চগড়-১ আসনে রাসেদ প্রধান মনোনয়নপত্র পত্র দেন। এ সময় তাসমিয়া প্রধান বলেন, পঞ্চগড়ের দুইটি আসনেই দলের পক্ষ থেকে নমিনেশন জমা দেয়া হয়েছে। কোথায় কে নির্বাচন করবেন সেটি জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ ঠিক করবেন। ঐক্যফ্রন্টের যে কোন সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :