৩০ ডিসেম্বর ভোট বিপ্লব: মওদুদ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০১৮, ১৮:৩৮

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীনদের বিরুদ্ধে ভোট বিপ্লব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। গত ১০ বছর সরকার দেশে দুঃশাসন চালাচ্ছে অভিযোগ করে সাবেক এই মন্ত্রী বলেছেন, ইনশাআল্লাহ ৩০ ডিসেম্বর ভোট বিপ্লব হবে।

সোমবার তার নির্বাচনী এলাকায় (নোয়াখালী-৫) নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, ‘পাঁচ বছর পর আমি সুযোগ পেয়েছি। গত বছরগুলোতে বিরোধী দলের ওপর নির্মম অত্যাচর, নির্যাতন, হামলা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি চলছে। এসব ঘটনা সরকারের মদদেই হয়েছে।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘আমার নির্বাচনী এলাকার রাজনৈতিক চর্চা ছিল শান্তিপূর্ণ। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চাই, সুন্দর পরিবেশ চাই। এলাকার মানুষ আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেবে। ধানের শীষের জোয়ার অব্যাহত রয়েছে। ধানের শীষ প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতীক, আমাদের দাবি বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তি। এবার দেশের ভোটাররা ভয়-ভীতি উপেক্ষা করে ধানের শীষে ভোট দেবে।’

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরী লিটন, কবিরহাট পৌর বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল হাসান মো. নোমান।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :