নরসিংদী-৪

মজিদের মনোনয়ন বিরোধীদের ওপর হামলা-গুলি, আহত ৫

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৮, ২২:২০

নরসিংদী-৪ আসনে সাংসদ নুরুল মজিদ হুমায়ুনের মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতা শাহীনসহ পাঁচ নেতাকর্মী। এ সময় এমপিপুত্র মঞ্জুরুল মজিদ সাদী অস্ত্র মহড়া দিয়ে ফাঁকা গুলিবর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। ভাঙচুর করা হয়েছে আ.লীগ কার্যালয়।

মেঙ্গলবার সন্ধ্যায় বেলাব গরু বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মোস্তাক আহমেদ ভূইয়া শাহিন (২৮), উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল (২৫), উপজেলা ছাত্রলীগের সদস্য জনি (১৮), উপজেলা তাঁতীলীগের সদস্য নান্টু সাহা (২৫) ও কর্মী ইদ্রিস আলী (৩৫)। আহতদের বেলাব উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে বর্তমান সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও দলের মনোনয়ন বঞ্চিত বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি এ এইচ আসলাম সানীর নেতৃত্বে আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা দুইভাগে বিভক্ত হয়ে আছেন।

কয়েকদিন ধরেই মনোনয়নকে কেন্দ্র করে দলের দুইপক্ষের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছে। সাংসদ হুমায়ুনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মঙ্গলবার সকালে মহাসড়ক অবরোধ করে রাখেন সানির সমর্থকরা। এ নিয়ে এমপির সমর্থকরা সানির কর্মী সমর্থকদের ওপর ক্ষুব্ধ হন।

বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি সমসের জামান ভূইয়া রিটন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি শেষে যার যার বাড়ি ফিরে যাচ্ছিলাম। এ সময় বেলাব গরু বাজারে এমপি হুমায়ুনের সমর্থকেরা আমার ছোট ভাই শাহিনের উপর হামলে পড়ে। তারা আমার ভাইকে এলোপাতাড়ি কোপাতে থাকে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর সাদীর নেতৃত্বে বেলাব বাজারে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করেন অনুসারীরা। এ সময় এমপিপুত্র রিভলবার বের করে ফাঁকা গুলিবর্ষণ করেন। এতে আতঙ্কে স্থানীয় লোকজন বাজারের দোকানপাট বন্ধ করতে থাকেন। পুরো এলাকায় থমথমে হয়ে যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে বেলাব বাজার এলাকায় দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ সংঘর্ষের ঘটনায় দুইপক্ষের ১০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।

আহত উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য শাহিন ভূঁইয়া অভিযোগ করেন, বেলাব গরু বাজারে এমপি হুমায়ুনের কয়েকজন সমর্থক উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেলের ওপর হামলা চালায়। খবর পেয়ে আমিসহ কয়েকজন সেখানে গেলে তারা আমাদের ওপর হামলা করে। স্থানীয়রা আহত অবস্থায় আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জানিয়ে বলেন, এটি একটি চতুর্মুখী আক্রমণের ঘটনা। এ সময় গুলির ছোড়ার বিষয়টি ঘটেছে কী না ঠিক জানা নেই। সংঘর্ষের ঘটনায় এমপিপুত্র ও তাদের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ঢাকাটাইমস/২৭নভেম্বর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :