কিশোরগঞ্জ বিএনপির প্রার্থী যারা

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২২:৩৪ | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৮, ২২:৩৩

একাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনে বিএনপি প্রার্থী হিসেবে চিঠি দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয় থেকে কিশোরগঞ্জের ছয়টি আসনে মনোনয়নপ্রাপ্ত হাতে চিঠি হস্তান্তর করা হয়েছে।

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম খান চুন্নু। এ আসন থেকে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম শরীফ এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলকেও প্রার্থী রাখা হয়েছে।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির দুবারের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। এখানে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুজ্জামান কাকনকেও প্রার্থী রাখা হয়েছে।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি জালাল মোহাম্মদ গাউস। এ আসন থেকে করিমগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমনকেও প্রার্থী হিসেবে রাখা হয়েছে।

এ আসনে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা করেনি। এখানে মহাজোট থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রেসিডিয়াম সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ফজলুর রহমান। এখানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি সুরঞ্জন ঘোষকেও প্রার্থী রাখা হয়েছে।

এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন টানা দুবারের সংসদ সদস্য রাষ্ট্রপতি পুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক।

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। এ আসন থেকে প্রয়াত সংসদ সদস্য মুজিবুর রহমান মঞ্জুর ছেলে মাহমুদুর রহমান উজ্জ্বলকেও প্রার্থী রাখা হয়েছে।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী টানা দুবারের সংসদ সদস্য মো. আফজাল হোসেন।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপি সভাপতি শরীফুল আলম। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী টানা দুবারের সংসদ সদস্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :