জনগণ উৎসবমুখর ভোট দেখতে চায়: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৮, ২০:৫০

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে মানুষ এখন উৎসব-উদ্দীপনার মধ্যে আছে। জনগণ সংসদ নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে দেখতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে চেষ্টা করেছেন, সব দলকে নিয়ে বৈঠক ও সংলাপ করেছেন যেন সবাই নির্বাচনে অংশ নিতে পারে। সেই হিসেবে সব দল নির্বাচনে অংশ নিচ্ছে। এরকম উৎসবমুখর পরিবেশে জনগণ আগামী নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’

বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসলাম হোসেনের কাছে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ মনোনয়ন জমা দেয়ার পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘তারেক জিয়া একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি। এধরনের দন্ডপ্রাপ্ত ক্রিমিনালের বক্তব্য প্রচার, শোনা এবং তার জবাব দেয়া যৌক্তিক নয়।’

এসময় জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :