কুমিল্লায় ছাত্রলীগ নেতা দেলোয়ার হত্যার ঘটনায় মামলা

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৮, ২২:৫৪

কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

নিহতের বড় ভাই মো.শাহাদাত হোসেন নয়ন বাদী হয়ে সদর দক্ষিণ থানায় এ মামলা দায়ের করেছেন।

বুধবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মো. মামুন-অর রশিদ।

মামলায় শামবক্সি (ভল্লবপুর) গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে রেজাউল করিম (৩৫) ও আবুল কালামের ছেলে কাউছার (২৮) সহ অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

পুলিশ জানায়, নিহত দেলোয়ার হোসেন ও অভিযুক্ত সন্ত্রাসী রেজাউল একই এলাকার বাসিন্দা। দেলোয়ারের রাজনৈতিক প্রতিপক্ষের সাথে রেজাউলের সখ্যতা রয়েছে। একাধিক দলীয় নেতা ও কর্মী জানিয়েছেন, কুমিল্লা সিটি নির্বাচনের সময় থেকেই রেজাউল তাকে হত্যা করতে পারে- এমন কথা প্রকাশ্যে বলে বেড়াতেন দেলোয়ার। এমনকি মৃত্যুর দুইদিন আগেও একই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

দেলোয়ার আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী হিসেবে বিগত সিটি নির্বাচনে ২৬ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আব্দুস সাত্তার জয়ী হন। দুজনই একসময় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

কুমিল্লা সদর দক্ষিন থানার ওসি মো. মামুন-অর রশিদ বলেন, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হত্যার ঘটনায় মঙ্গলবার বিকেলে একটি মামলা হয়েছে। আসামিদের ধরতে কৌশলগত কারণে পুলিশ মঙ্গলবার মামলার বিষয় গোপন রাখেন।

তিনি বলেন, সামাজিক ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিভিন্নজনের সঙ্গে দেলোয়ারের মনোমানিল্য ও বিরোধ ছিল বলে তিনি মামলায় উল্লেখ করেন। সহকর্মী ও এলাকাবাসীরও ধারণা এসব বিরোধের জের ধরে দেলোয়ার খুন করা হয়েছে।

গত সোমবার রাতে নিজ বাড়ির কাছাকাছি শামবক্সি (ভল্লবপুর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের রাস্তায় দেলোয়ারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। স্থানীয়রা দেলোয়ারকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকাটাইমস/২৮নভেম্বর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :