ডাক কর্মীদের ৭৭ শতাংশ বেতন বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
 | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৮, ২৩:৪২

ডাক বিভাগের ২৩ হাজার কর্মচারীর মাসিক সম্মানী ভাতা ৭৭ শতাংশ বৃদ্ধি করেছে সরকার। নতুন আদেশ অনুযায়ী ডাক বিভাগের ২৩ হাজার ২১ জন ইডি বা অবিভাগীয় কর্মচারী এ সুবিধা পাবেন।

বুধবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, সম্মানী পুনর্নির্ধারণের ফলে ইডিএসপিএম পদমর্যাদার কর্মচারীর সম্মানী ৫ হাজার ৮৪১ টাকা, ইডিএ পদের কর্মচারীদের ৪ হাজার ৪৬০, ইডিডিএ পদের জন্য ৪ হাজার ৩৫৪, ইডিএমসিদের ৪ হাজার ১৭৭ এবং অন্য ইডি কর্মচারীদের ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ডাক বিভাগের কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে দীর্ঘ তিন মাস যাচাই-বাছাই শেষে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০০৮ সাল পর্যন্ত ছিল ডাক বিভাগের কর্মচারীদের সম্মানী সর্বোচ্চ ৯৭৮ এবং সর্বনিম্ন ৬৭৪ টাকা। তবে ২০১৩ ও ২০১৬ সালে দুই দফা বৃদ্ধি করা হয় এসব কর্মচারীর সম্মানী। আর এবার ৭৭ শতাংশ বৃদ্ধি করা হলো।

ঢাকাটাইমস/২৮নভেম্বর/এমএম/ডিএম

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :