দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১২:৩৮ | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৮, ১১:৩২

সিরাজগঞ্জের সয়দাবাদে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ট্রাকের সহকারীরা। বুধবার দিবাগত রাত ১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন, যশোরের মনিরামপুরের ট্রাকচালক মোরশেদুল ইসলাম (২৮) এবং বগুড়ার শিবগঞ্জের আরিফ হোসেন (২২)।

ট্রাকচালকের সহকারী বগুড়ার শিবগঞ্জের উথুলীদাস পাড়া গ্রামের শক্তি মোহন্তের ছেলে উজ্জল মোহন্ত (৩৫) ও যশোরের মনিরামপুরের মদনপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেনকে (৪০)। সিরাজগঞ্জ আড়াই’শ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, রাতে উত্তরাঞ্চল থেকে ধানবোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। সয়দাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উভয় ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। তাদের দুই সহকারী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

ঢাকাটাইমস/২৯নভেম্বর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :