নতুন সেলফি ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৮, ১৭:৩২

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপোর সাব-ব্যান্ড রিয়েলমি আন্তর্জাতিক বাজারে নতুন ফোন আনল। মডেল রিয়েলমি ইউওয়ান। এটি মধ্যম ঘরানার ফোন। এতে সেলফিকে প্রাধান্য দেয়া হয়েছে। ফোনটিতে রয়েছে ২৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

রিয়েলমি ইউওয়ান মডেলের ফোনে মিডিয়াটেক হেলিও পি৭০ চিপসেট রয়েছে। এতে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম ব্যবহার করা হয়েছে। ফোনটি ৩ জিবি র‌্যাম ভার্সনেও পাওয়া যাচ্ছে। এই ভার্সনেও ৬৪ জিবি স্টোরেজ মিলবে।

মিডরেঞ্জের এই ফোনে ৬.৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। ডিসপ্লেতে রয়েছে ছোট্ট নচ। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৫:৯।

রিয়েলমির নতুন ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। এইন ক্যামেরার প্রাইমারি সেন্সর ১৩ মেগাপিক্সেলের। ফোনের রিয়ার ক্যামেরায় একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা ব্যবহৃত হয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি ২৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ফ্রন্ট ও রিয়ার ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স টেকনোলজি সংযোজিত হয়েছে।

৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির এই ফোনে ফোরজি কানেকটিভিটি রয়েছে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা