হত্যা মামলায় একই পরিবারের তিন জনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৮, ১৮:৫২

কুষ্টিয়ার ভেড়ামারায় যুবক হত্যার দায়ে একই পরিবারের তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ভেড়ামারার সাতবাড়িয়া হিসনাপাড়া গ্রামের মৃত নাগর মিস্ত্রীর ছেলে আব্দুল মান্নান, তার স্ত্রী মেরিনা খাতুন এবং মা মর্জিনা খাতুন। একই মামলায় গ্রেপ্তার হওয়া হযরত আলী বেকসুর খালাস পেয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৪ আগষ্ট দুপুরে সাতবাড়িয়া হিসনাপাড়া গ্রামের রাস্তা দিয়ে নিহত যুবক খায়রুলের ভাই শাহিন কাঁচাপাট বোঝাই ট্রলি চালিয়ে যাওয়ার সময় পিছনে কয়েকটি শিশু ঝুলছিল। শাহিন ট্রলি দাঁড় করিয়ে বাচ্চাদের বকাবকি করায় আসামিরা তাকে ঘরে আটকে মারধর করেন। খবর পেয়ে শাহিনের পারিবারের লোকজন ছাড়িয়ে নিতে আসলে তাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এতে শাহিনের ছোট ভাই খায়রুল গুরুতর জখম হন। আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে চার জনকে আসামি করে ভেড়ামারা থানায় হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত শেষে ২০১৫ সালের ১৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত ৬ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে স্বাক্ষ্য শুনানি শুরু করে।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, ‘পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনে বিজ্ঞ আদালত দীর্ঘ স্বাক্ষ্য শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে খায়রুল হত্যাকা- জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তিন আসামির যাবজ্জাীবন কারাদণ্ডাদেশ দিয়েছে।’

ঢাকা টাইমস/২৯ নভেম্বর/প্রতিনিধি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :