কমিউনিটি ব্যাংক নিয়ে আশাবাদী আইজিপি

নিজস্ব প্রতিবেদক
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৮, ২২:১২

সম্প্রতি অনুমোদন পাওয়া পুলিশের কমিউনিটি ব্যাংক জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংস্থাটির মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী।

বৃহস্পতিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের প্রথম সভায় তিনি এ আশাবাদ প্রকাশ করে ব্যাংকটির অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পুলিশ সদর দপ্তরে সভাটি অনুষ্ঠিত হয়।

পুলিশ কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন কমিউনিটি ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানও আইজিপি। সভায় ব্যাংকের নির্বাহী কমিটি, অডিট কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। এছাড়াও গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড ভবনে ব্যাংকের প্রধান কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় র‌্যারের মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজি (এফএন্ডডি) মইনুর রহমান চৌধুরী, রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মহসিন হোসেন, এপিবিএনের অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিআইজি (ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক, ডিআইজি (এ্যাডমিনিস্ট্রেশন এন্ড ডিসিপ্লিন) হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট-১) শোয়েব রিয়াজ আলম, এআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) ফেরদৌস আলী চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মসিহ উল হক চৌধুরীসহ মোট ১০জন পরিচালক উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৯নভেম্বর/এএ/ডিএম

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :