গফরগাঁওয়ে ট্রেনযাত্রীর জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানি

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
| আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৫:০৩ | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৮, ১৪:৩৭

গফরগাঁওয়ে ট্রেন যাত্রীদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে ‘আলোর পথে’ নামের একটি সামাজিক সংগঠন। বৃহস্পতিবার উদ্বোধন করা হয় এ কার্যক্রমের।

গফরগাঁও রেলস্টেশন থেকে আন্তঃনগর ও মেইল ট্রেনে নান্দাইল, ভালুকা, ত্রিশাল ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার একাংশ ও গফরগাঁও উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন যাতায়াত করে থাকেন।

গফরগাঁও রেলস্টেশনে দীর্ঘদিন ধরে ট্রেন যাত্রীদের জন্য পানির কোনো ব্যবস্থা ছিল না। বিশেষ করে বিশুদ্ধ খাবার পানির জন্য যাত্রীরা কষ্ট সীমাহীন কষ্ট ভোগ

করে আসছিলেন। যাত্রীদের খাবার পানির কষ্ট নিবারণে এ গিয়ে আসে ‘আলোর পথে’ নামের একটি সেবা সংগঠন।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্টেশন চত্বরে ‘বিশুদ্ধ খাবার পানি’ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন। এ উপলক্ষে আয়োজিত

অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আওরঙ্গ হেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাসুদ হোসেন সোহেল, আলোর পথে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান সজীব, আবুল খায়ের রাহাত, সালমান সালেহীন অভি, ফয়সাল, সানি প্রমুখ। ঢাকাটাইমস/৩০নভেম্বর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :