বাজারে এসিআই মোটরসের ‘স্মার্ট পাওয়ার ট্রাক্টর’

জহির রায়হান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৮, ২০:১০

দেশের কৃষিক্ষেত্রে চাষাবাদে অত্যাধুনিক যন্ত্রের চাহিদা বাড়ছে। এমন কৃষিযন্ত্রের মধ্যে পাওয়ার টিলারের চাহিদা সবচেয়ে বেশি। তবে দামের কারণে এসব যন্ত্র সুলভও নয় কৃষকদের জন্য। কৃষকরা সহজে পরিচালনা করতে পারেন এমনই একটি পাওয়ার ট্রাক্টর বাজারে এনেছে এসিআই মোটরস। চলন্ত অবস্থায় ইঞ্জিন বন্ধ না করেই এটি নিয়ন্ত্রণ করা যায়। ফলে অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়ানো যাবে।

দেশে বর্তমানে ৯০ শতাংশের বেশি জমিতে চাষাবাদের পাওয়ার ট্রাক্টর বা টিলার ব্যবহার করেন কৃষকরা। এ চাহিদাকে মাথায় রেখেই এসিআই মোটরস পাওয়ার ট্রাক্টরটি বাজারে এনেছে। ২৫ হর্সপাওয়ার ইঞ্জিনের ট্রাক্টরটির রয়েছে ২৮টি ফলা। এর ফলে এটি মাটির ৫ থেকে ৭ ইঞ্চি গভীরে গিয়েও নিড়াতে পারে। আর-২৮ মডেলের পাওয়ার ট্রাক্টরটিকে বলা হচ্ছে স্মার্ট পাওয়ার টিলার, যা অন্য সব টিলারের চেয়ে দ্বিগুণ মজবুত ও দীর্ঘস্থায়ী।

এসিআই মোটরসের পরিচালক (সার্ভিস এন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট) ইঞ্জিনিয়ার আসিফ উদ্দীন ঢাকা টাইমসকে বলেন, ‘হাওর ও নিচু ভূমির কৃষকের চাষকে আরো সহজ করতে এসিআই মোটরস নিয়ে এসেছে স্মার্ট পাওয়ার টিলার। দেশে এটিই প্রথম ওয়াকিং টাইপ পাওয়ার টিলার। এটি ‘হ্যান্ড লিভার ও ‘বেল্ট টাইপ গিয়ার সিস্টেম’। ফলে সহজেই এর গতি নিয়ন্ত্রণ করা যাবে।’

তিনি আরো বলেন, ‘২৫ হর্সপাওয়ার ইঞ্জিন ডাইরেক্ট ফুয়েল ইঞ্জেকশান সিস্টেম হওয়ায় সাধারণ পাওয়ার টিলারের তুলনায় তেল খরচ কমবে প্রায় ৭ শতাংশ। সারা দেশজুড়েই বিক্রয়ত্তোর সেবা ও খুচরা যন্ত্রাংশের নিশ্চয়তার মাধ্যমে কৃষককে সেবা দেওয়া হচ্ছে।’

ঢাকাটাইমস/৩০নভেম্বর/জেআর/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :