ইজতেমা ময়দান প্রশাসনের নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ০০:৩১ | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৭
মাঠের দখল নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষে সংঘর্ষ

মাঠের দখল নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষে প্রাণঘাতি সংঘর্ষের পর দুই পক্ষের সঙ্গে কথা বলে ইজতেমা ময়দান প্রশাসনের নিয়ন্ত্রণে নেয়ার সিদ্ধান্ত হয়েছেন। জানানো হয়েছে, আগামী জাতীয় নির্বাচনের পর ইজতেমার তারিখ নির্ধারণ হবে।

তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে শনিবার এই সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মন্ত্রী বলেন, ‘ইজতেমা ময়দান এখন থেকে প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে। প্রশাসন সেটা নিয়ন্ত্রণে রাখবে। আমরা সেখানে কাউকে অ্যালাউ করব না।’

শনিবার দিনভর সংঘর্ষে একজনের মৃত্যু এবং অন্তত তিনশ জন আহতের ঘটনাটির সুষ্ঠু তদন্তেরও আশ্বাস দেন আসাদুজ্জামান খাঁন কামাল। বলেন, ‘আজকে যে ঘটনা ঘটেছে তারা সবাই নিরপেক্ষ তদন্ত চেয়েছেন। এ বিষয়ে ফৌজদারি মামলা হবে। ফৌজদারি মামলায় যেভাবে তদন্ত হয় সেভাবেই তদন্ত হবে। তদন্তে চিহ্নিত দোষী ব্যক্তিদের আইনানুযায়ী বিচার হবে।’

বিশ্ব তাবলিগ জামাতের মুরুব্বী দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর কিছু বক্তব্য নিয়ে গত দুই বছর ধরে বিতর্ক চলছে তাবলিগ অনুসারীদের মধ্যে। এক পক্ষ যেমন তাকে সমর্থন জানিয়েছে, তেমনি এক পক্ষ করছে প্রবল বিরোধিতায়। আর তাদের কারণেই গত বছর বাংলাদেশে এসেও ইজতেমায় যোগ দিতে পারেননি মাওলানা সাদ।

তবে এবার দুই পক্ষই সমানভাবে অবস্থান নিয়েছে। জোর ইজতেমা উপলক্ষে ময়দানের দখল নিতে শনিবার দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

এই সংঘর্ষের পর দুই পক্ষকে নিয়ে গাজীপুরে বৈঠকে বসে প্রশাসন। সেখান থেকে তাদেরকে নেয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানেও দুই ঘণ্টার বেশি মুরুব্বিদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতে দিল্লি মারকাজের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভিপন্থী শুরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম এবং তাদের বিরোধী মাওলানা জুবায়েরের পক্ষ থেকে তাবলিগের উপদেষ্টা মাওলানা আশরাফ আলী ও আবদুল কুদ্দুসসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেজন্য আমরা আগেও বলেছিলাম নির্বাচনের আগে কোনো ধরনের ইজতেমা হবে না। আমরা সেটাকেই আবার রিপিট করেছি। ইলেকশন পর্যন্ত ইজতেমার জন্য সকল ধরনের প্রস্তুতি সভা কিংবা জোড় ইজতেমা কিংবা ইজতেমার জন্য সব ধরনের কার্যকলাপ বন্ধ থাকবে। এটা সারা দেশব্যাপী। ইলেকশনের পর ইজতেমার তারিখের বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন।’

‘আমরা আবারও রিপিট করছি, ইজতেমার তারিখ কিন্তু বন্ধ হচ্ছে না, ইজতেমার তারিখ শুধু শিফট হচ্ছে, ইলেকশনের পর যে কোনো সময়ে এটা হবে।’

বৈঠকে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, মাওলানা ফরিদ উদ্দীন মাসঊদ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এমএম/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা

অনলাইন নিউজপোর্টালের বিজ্ঞাপন নীতিমালা বাস্তবায়ন হবে: তথ্য প্রতিমন্ত্রী

ঐতিহাসিক মুজিবনগর দিবস বুধবার

বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির

দাবদাহের মধ্যে বৈশাখের প্রথম ঝড়ে সিক্ত রাজধানী

বাংলাদেশের সমৃদ্ধির সহায়তায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ যুক্তরাষ্ট্র: পিটার হাস

ভোজ্যতেলে পূর্বের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

সমৃদ্ধিতে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

সারাদেশে তাপপ্রবাহ, গরমের দাপট কমবে কবে? কী বলছে আবহাওয়া দপ্তর?

রহস্যে ঘেরা মুক্তিপণকাণ্ড!

এই বিভাগের সব খবর

শিরোনাম :