সহিংসতার দায় সাদ অনুসারীদের: আল্লামা শফী

নিজস্ব প্রতিবেদক
| আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২১:৩২ | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৮, ২১:২৬

বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ঢাকার টঙ্গীর ইজতেমা মাঠে সহিংসতার জন্য মাওলানা সাদ আহমাদ কান্ধলভীর অনুসারীদের দায়ী করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। তিনি এই ঘটনায় বিশৃঙ্খলাকারীরা দিকে নজর দিতে সরকার এবং প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত আমির এই আহ্বান জানান। এর আগে সকাল থেকে টঙ্গীর মাঠ দখলে তাবলিগের দুটি পক্ষ কয়েক দফা সংঘর্ষে জড়ায়। হামলায় নিহত হয় একজন। আহত হয় অন্তত তিনশ।

আল্লামা শাহ আহমদ শফী

নিহত ইসমাইল মণ্ডল মাওলানা সাদের অনুসারী। মাঠ দখল করে রাখা সাদবিরোধীরা তাকে কুপিয়ে হত্যা করে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। এই ঘটনায় সাদ অনুসারীরা হেফাজতপন্থীদেরকে দায়ী করে আসছেন।

ধর্মীয় ব্যাখ্যা নিয়ে মাওলানা সাদের ব্যাখ্যা নিয়ে গত দুই বছর ধরেই বিতর্ক হচ্ছে দেশে। বিশ্ব তাবলিগ জামাতের আমিরকে গত বছর ইজতেমা মাঠে যেতে দেয়নি বিরোধীরা।

আল্লামা শফী বলেন, ‘এ ধরনের অন্যায় ও ষড়যন্ত্র যদি বন্ধ করা না হয়, তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কারা ষড়যন্ত্রকারী ইতিমধ্যে বিষয়টি সবার কাছে পরিষ্কার হয়ে গেছে।’

‘সম্মিলিত উলামায়ে কেরাম মাওলানা সাদের অনুসরণ বৈধ নয় বলে ফতোয়া দেওয়ার পরও কিছু চিহ্নিত কুচক্রীমহল বিশ্ব ইজতেমা বানচালের পাঁয়তারা চালাচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :