ধামরাইয়ে বাসচাপায় শ্যালক-দুলাভাই নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৮, ২১:৫৯

ঢাকার ধামরাইয়ে বাসচাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহত দুইজনের সম্পর্ক শ্যালক ও দুলাভাই। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজি অটোরিকশাচালকসহ আরো দুইজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে।

শনিবার সন্ধ্যায় বালিয়া-কাউলিপাড়া সড়কের বালিয়া সেতু সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশাযাত্রী দুলাভাই মো. আমিন এবং তার শ্যালক সিফাত হোসেন। তাদের বাড়ি স্থানীয় বালিয়া গ্রামে বলে জানিয়েছে পুলিশ।

ধামরাই থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, সন্ধ্যায় বালিয়া-কাউলিপাড়া শাখা সড়কের বালিয়া সেতু এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা দুই যাত্রী নিহত হয়। তাদের লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, সন্ধ্যায় উপজেলার চৌহাট এলাকায় আঞ্চলিক সড়কে বাসের সাথে সিএনজির সংঘর্ষ হয়। নিহতরা সম্পর্কে শ্যালক ও দুলাভাই বলে প্রাথমিকভাবে জানা গেছে।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/আইআই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :