নিজে জিতে দেখান, ফখরুলকে হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৮, ২২:৫৮

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি বড়জোর ৬০টি আসন পাবে বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আওয়ামী লীগ কয়টি আসন পাবে, সেটা নিয়ে মাথা না ঘামিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিজের আসন নিয়ে ভাবার পরামর্শও দিয়েছেন আওয়ামী লীগ নেতা।

আওয়ামী লীগ এবার বড়জোর ৩০টি আসন পাবে-বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে শনিবার এ কথা বলেন হানিফ। বলেন, ‘এর আগেও বেগম খালেদা এমনই কথা বলে ২০০৮ এ উল্টো তারাই ২৯ সিট পেয়েছিল। আবারও ওই ফলাফলের অপেক্ষা করুন, বড়জোর ৬০ আসন পাবেন।’

‘ঠাকুরগাঁওয়ে রমেশ চন্দ্র সেনকে হারিয়ে আপনার জনপ্রিয়তা দেখান’- ফখরুলকে উদ্দেশ্য করে এমন কথাও বলেন হানিফ।

২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসনে জিতলেও এর আগে পরে কখনও সেখানে জিততে পারেননি ফখরুল। সবশেষ ২০০৮ সালে রমেশ চন্দ্রের কাছে প্রায় ৫৭ হাজারে ভোটে হারেন তিনি।

দুপুরে কুষ্টিয়া শহরে জেলা আওয়ামী লীগ কার্যালয় মিলনায়তনে শহর আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভায় বক্তব্য রাখছিলেন হানিফ। বলেন, ‘বিএনপি প্রতিদিনই বলছেন এই নির্বাচন কমিশনের উপর তাদের আস্থা নেই। তাদের আস্থা জালিয়াতি করে জেতাতে পারে সেই আজিজ মার্কা নির্বাচন কমিশনের উপর।’

‘নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে গেলে সেই নির্বাচন ভাল আর বিপক্ষে গেলে সেই নির্বাচন খারাপ, এই হলো বিএনপির চরিত্র।’

সভায় আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জ্যেষ্ঠ সহ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :