বিক্রির রেকর্ড গড়েছে মিশেল ওবামার 'বিকামিং'

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৮, ১১:২৬

সম্প্রতি প্রকাশিত হয়েছে সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার আত্মজীবনীমূলক বই ‘বিকামিং’। প্রকাশের প্রথম ১৫ দিনেই বছরের সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে এটি। শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও কানাডায় এরই মধ্যে ২০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে বলে জানিয়েছে প্রকাশক প্রতিষ্ঠান পেঙ্গুইন র‌্যান্ডম হাউস। খবর বিবিসির।

পেঙ্গুইন র‌্যান্ডম হাউসের সূত্র দিয়ে বিবিসি জানিয়েছে, মিশেল ওবামার আত্মজীবনী ‘বিকামিং’ যুক্তরাষ্ট্র ও কানাডা ছাড়াও অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কোরিয়া ও দক্ষিণ আফ্রিকাতেও বিক্রির শীর্ষে রয়েছে। সর্বমোট ৩১টি ভাষায় প্রকাশিত হয়েছে ‘বিকামিং’।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামার আত্মজীবনীতে প্রথম আফ্রিকান-আমেরিকান ফার্স্টলেডি হিসেবে হোয়াইট হাউসে কাটানো তার সময়ের কথা উঠে এসেছে। বইটিতে বারাক ওবামার সঙ্গে তার বিয়ে নিয়ে সৃষ্ট জটিলতা, গর্ভপাতের জটিলতা সামলানোর অভিজ্ঞতা এবং পরে দুই সন্তান মালিয়া ও শাসাকে জন্ম দেয়াসহ নানা বিষয় উঠে এসেছে। এছাড়া বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সমালোচনাও করেছেন মিশেল।

বইটি প্রকাশের পরই ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন। উত্তর আমেরিকায় বইটি প্রকাশের প্রথম দিনে প্রতি নয় সেকেন্ডে একটি করে বই বিক্রি হয়। বইটি সাধারণ জনগণ এবং গণমাধ্যম ভালোভাবে নিয়েছে বলেও জানিয়েছে প্রকাশকারী সংস্থা। বইটিকে মুক্তার পালকে জড়ানো স্মৃতিকথা হিসেবে উল্লেখ করেছে গার্ডিয়ান। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বই বিক্রির দোকান বার্নেস এন্ড নোবেল জানিয়েছে, প্রকাশের পর প্রথম সপ্তাহে চলতি বছরের সর্বাধিক বিক্রি হয়েছে বইটি।

ঢাকা টাইমস/০২ডিসেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :