বন্ধ হচ্ছে গুগল হ্যাংআউট

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৭

২০২০ সালে বন্ধ হচ্ছে গুগলের মেসেজিং সার্ভিস গুগল হ্যাংআউট। মেসেজিংয়ের পাশাপাশি অ্যাপটি দিয়ে ভয়েস কলের সুবিধা করা যেতো। তবে অ্যাপটি খুব একটি জনপ্রিয়তা পায়নি। অ্যাপটি গুগল জি সুইটের অন্তর্ভুক্ত। হ্যাংআউট কি কারণে বন্ধ করছে সে সম্পর্কে কিছু জানায়নি গুগল।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ‘নাইট টু ফাইভ গুগল’ জানিয়েছে, ২০২০ সালে অ্যাপটি পুরোপুরি বন্ধ করে দিচ্ছি গুগল।

২০১৩ সালে গুগল অ্যানড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য অ্যাপটি অবমুক্ত করে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা এতদিন ইনস্ট্যান্ট মেসেজিং, গ্রুপ চ্যাট এবং ভয়েস কলের সুবিধা পাচ্ছেন।

জানা গেছে, গুগল হ্যাং আউট অ্যাপ বন্ধ করে ‘মেসেজ’ নামে একটি অ্যাপ অবমুক্ত করবে। যেটা অনেকটা অ্যানড্রয়েড ডিভাইসের ডিফল্ট ‘মেসেজ’ অ্যাপের মতো। তবে এতে ভয়েস কলের মত দরকারি অনেক ফিচার থাকবে।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা