ভোলায় বিএনপিসহ তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৭:৫১ | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৮, ১৭:৫০

ভোলার চারটি আসনের ২৪ জন প্রার্থীর মধ্যে জেলা বিএনপির সভাপতিসহ তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রবিবার সকাল থেকে দিনব্যাপী মনোনয়ন বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক নির্বাচনী বিধি অনুসারে প্রার্থীদের সব কাগজপত্র পর্যালোচনা করে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন।

ভোলা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র বাতিল হয়েছে ঋণখেলাপির কারণে। এছাড়াও ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবিরের মনোনয়নপত্রে সমর্থকদের স্বাক্ষর না থাকায় তা বাতিল করা হয়। ভোলা-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী এমএ মান্নানের দাখিলকৃত হলফনামায় স্বাক্ষর না থাকায় তা বাতিল করা হয়। এছাড়া জেলার চারটি আসনে ২১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় নির্বাচন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা