আগামী বছরের শুরুতেই কিম-ট্রাম্পের দ্বিতীয় বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৮:১২ | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৮, ১৮:০৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করছেন, ২০১৯ সালের শুরুর দিকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে তার দ্বিতীয় দফায় বৈঠক অনুষ্ঠিত হতে পারে। বৈঠকটি যত দ্রুত সম্ভব জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতেই হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত জুনে সিঙ্গাপুরে এ দুই নেতা প্রথমবারের মতো ঐতিহাসিক শীর্ষ সম্মেলনে মিলিত হন। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো তাদের বৈঠকের জন্যে সম্ভাব্য তিনটি স্থানের কথা ভাবা হচ্ছে বলেও জানান ট্রাম্প। আর্জেন্টিনায় জি ২০ সম্মেলনে যোগ দেওয়া শেষে দেশে ফেরার পথে তাকে বহন করা এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের শনিবার তিনি এসব কথা বলেন।

কিমের সঙ্গে ভবিষ্যৎ বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি খুব শিগগিরই আমরা বৈঠকে বসতে যাচ্ছি। হতে পারে এটি জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে।’

ট্রাম্প ও কিম কয়েক মাসের তীব্র বাগাড়ম্বর শেষে গত জুন মাসে সিঙ্গাপুরে কোরীয় উপদ্বীপের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা এবং একটি চুক্তিতে স্বাক্ষর করেন। কিন্তু এরপর কোরীয় উপদ্বীপের নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় তেমন কোনো অগ্রগতি হয়নি।

শুক্রবার ট্রাম্প জি ২০ সম্মেলনের ফাঁকে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে উত্তর কোরীয় পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উভয়ে কোরীয় উপদ্বীপের পূর্ণ নিরস্ত্রীকরণে তাদের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইউক্রেন-ইসরায়েলের জন্য ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন দিলো মার্কিন সিনেট 

ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আটক

লোহিত সাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৩

তীব্র গরমে বিশ্বব্যাপী বছরে ১৯ হাজার শ্রমজীবীর মৃত্যু

গাজা ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো 

ফের দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ইরানে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিজেরাই ধ্বংস করে ইসরায়েল!

মালদ্বীপে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জুর দল

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট রাইসি 

ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ 

এই বিভাগের সব খবর

শিরোনাম :