বাহরাইনে মার্কিন নেভির শীর্ষ কর্মকর্তার লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৮, ১৮:১০

বাহরাইনে মার্কিন নৌবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাহরাইনে রয়েছে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং ভাইস অ্যাডমিরাল স্কট এ স্টার্নি নামের এ সামরিক কর্মকর্তা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় অপারেশন ইনচার্জ ছিলেন। পঞ্চম নৌবহরেরও কমান্ড ছিল তার হাতে।

মার্কিন নৌবাহিনীর চিফ অব স্টাফ অ্যাডমিরাল জন এম রিচার্ডসন গত শনিবার এক বিবৃতিতে বলেছেন, ভাইস অ্যাডমিরাল স্কট এ স্টার্নির মৃতদেহ তার বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে মৃত্যুর বিষয়ে আমেরিকা ও বাহরাইন যৌথভাবে তদন্ত করছে।

গত মে মাসে তিনি বাহরাইন ঘাঁটির দায়িত্বে আসেন। ঘাঁটিতে আমেরিকা ও মিত্রদের প্রায় ২০ হাজার মেরিন সেনা রয়েছে। এর আগে স্টার্নিকে আফগানিস্তানে কথিত আন্তর্জাতিক জোটের চিফ অব স্টাফ হিসেবে মোতায়েন করা হয়। সামরিক জীবনে তিনি এফ-১৮ বিমানের পাইলট ছিলেন। এছাড়া, তিনি মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজের অস্ত্র পরিদর্শক ছিলেন।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :