ইভাঙ্কার সফরের আগে মেক্সিকোর মার্কিন দূতাবাসে গ্রেনেড হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৮, ১৮:১৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কার সফরের কয়েক ঘণ্টা আগেই মেক্সিকোর মার্কিন দূতাবাসে গ্রেনেড হামলা হল। পুলিশ জানিয়েছে, গত শুক্রবার গভীর রাতে ওই হামলা চালানো হয়। তাতে কোনো প্রাণহানি না হলেও দূতাবাসের বাইরের একটি পাঁচিলে এক ফুটেরও বেশি গভীর একটি গর্ত তৈরি হয়েছে।

মার্কিন সময় অনুযায়ী শনিবার সকালেই মেক্সিকোর গুয়াদালাহারা শহরে পৌঁছেছে একটি উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। ট্রাম্পকন্যা ইভাঙ্কা ছাড়াও ওই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতেই গুয়াদালাহারায় গিয়েছিলেন ইভাঙ্কা এবং পেন্স। তাদের সফরে আগে থেকেই ওই দূতাবাসের আশপাশের এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। নিরাপত্তারক্ষী ছাড়াও দূতাবাসেরে সামনে ক্লোজড সার্কিট ক্যামেরার নজরদারি ছিল। তা সত্ত্বেও বিপত্তি এড়ানো গেল না।

গুয়াদালাহারা শহরটি যে রাজ্যে রয়েছে সেই হালিসকোর প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্তে নেমেছে ফেডেরাল কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দূতাবাসের বাইরে থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গ্রেনেড ছুড়ে পালিয়ে যাচ্ছে। তদন্ত নেমে দূতাবাসের বাইরে থেকে গ্রেনেডের টুকরোও উদ্ধার করেছে পুলিশ।

এই হামলার পিছনে কে বা কাদের হাত রয়েছে, তা এখনও জানা যায়নি। তবে সম্প্রতি হালিসকোর ড্রাগ মাফিয়ারা অনলাইনে একটি ভিডিও বার্তায় দূতাবাসে হামলার হুমকি দিয়েছিল। ঘটনার পিছনে তাদের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :