কনস্টেবলের ক্ষমতাও আমাদের নেই: সন্তু লারমা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৮
ফাইল ছবি

‘পার্বত্য অঞ্চলের সমস্যা সমাধানে সরকার শান্তিচুক্তি স্বাক্ষর করেছিল। আমার বাড়িতে ও গাড়িতে জাতীয় পতাকা ওড়ে। কিন্তু আমার ক্ষমতা একজন পুলিশ কনস্টেবল বা সেনাসদস্যের চেয়েও কম। আর এটাই বাস্তবতা। তাহলে চুক্তিটা কোথায় বাস্তবায়িত হল?’

রবিবার রাজধানীতে ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২১ বছর পূর্তি বাস্তবায়ন ও নির্বাচনী প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

তিনি বলেন, ‘চুক্তির ২১ বছর অতিবাহিত হলেও শতভাগ বাস্তবায়িত হয়নি। অথচ সরকারপক্ষ বলছে, সরকার আন্তরিক তাই চুক্তি বাস্তবায়িত হয়েছে। এই কথা আন্তর্জাতিক মহলেও তারা প্রচার করছে।’

‘আঞ্চলিক পরিষদের যে দায়িত্ব বা ক্ষমতা সেটা সরকার এখনও হস্তান্তর করেনি। ফলে শান্তি প্রতিষ্ঠিত হয়নি।’

সন্তু লারমা বলেন, ‘আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হিসেবে আমাকে প্রতিমন্ত্রীর মর্যাদা ও সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। সরকার এসব সুযোগ-সুবিধা দিয়ে বোঝাতে চায় যে, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়িত হয়েছে। দীর্ঘদিন ধরে আমি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে আছি। এখন এমন একটা অবস্থা সেই পদ থেকে সরে যেতে পারছি না, থাকতেও পারছি না। এটা একটা যন্ত্রণার।’

‘তিনটি জেলা পরিষদ নির্বাচনে ভোটের দিকে না গিয়ে সরকার বছরের পর বছর মনোনয়নের মধ্য দিয়ে ধরে রেখেছে। চেয়ারম্যানরা কোনো না কোনো ক্ষমতাসীন দলের সদস্য আর দলের স্বার্থই সংরক্ষণ করেন।’ তিনি দাবি করেন, ‘নির্বাচনের নতুন ইশতেহারে যদি বলাও হয়, পার্বত্য চুক্তি শতভাগ বাস্তবায়িত হবে- এটা আমি বিশ্বাস করি না। কারণ, দেশের যারা নেতৃত্ব দেন এসব শাসকগোষ্ঠী চুক্তি বাস্তবায়ন করবে না। বহু দল নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। তারা প্রতিবার নির্বাচনী ইশতেহার দেয়, কিন্তু ক্ষমতায় গেলে বাস্তবায়ন করে না।’

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এসএস/এআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ছয় জেলায় তীব্র তাপপ্রবাহ, কিছু অঞ্চলে বৃষ্টির আভাস

টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের স্থপতি মেরিনা

দুই অঞ্চলে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি

উপজেলা নির্বাচনে ইসির প্রস্তুতি সম্পন্ন

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব

ঢাকায় চার দিনব্যাপী ন্যাপ এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেড়েছে রেললাইনের তাপমাত্রা, দিনের প্রথম ৬ ঘণ্টা গতি কমানোর নির্দেশ

মধ্যপ্রাচ্যে সংঘাত: প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

তীব্র এই গরম থেকে বাঁচতে যে পরামর্শ দিলেন ঢাকার সিভিল সার্জন

আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত-বন্যা, ঢাকাগামী ৯ ফ্লাইট বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :