টেস্টে শুরুটা কষ্টের, জয় আনন্দের: সাকিব

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৩

ব্যাটসম্যানদের রানে ফেরা, বোলারদের ছন্দময় বোলিং, প্রতিপক্ষকে প্রথমবার ফলোঅনে পাঠানো আর সবমিলিয়ে সাদা পোশাকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজ জয়। বাংলাদেশের ১৮ বছরের টেস্ট ইতিহাসে এই জয়কে শ্রেষ্ঠ জয় বলাই যায়। কারণ প্রাপ্তিতে পরিপূর্ণ ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি। অধিনায়ক সাকিব আল হাসানও মানছেন তাই। রবিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই জয়কে অনেক অর্জনের বলে উল্লেখ করলেন অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ তে সিরিজ জিতেছে বাংলাদেশ। ম্যাচ শেষে এই জয়কে নিজেদের সেরা জয় ব্যাখ্যা করে সাকিব বলেন, ‘এই অর্জনটা অনেক বড়। এর বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, আমরা কাউকে ফলোঅন করাতে পারলাম। যেকোনো দেশের সঙ্গেই এমন জয় অনেক বড় ব্যাপার। তারপরও র‌্যাঙ্কিংয়ে আমাদের উপরে থাকা কোনো দলের বিপক্ষে এমন ফলাফল বিশেষ কিছু। আমাদের বিশ্বাস তৈরি হওয়ার বড় ভিত তৈরি করে দিয়েছে এই দুইটা সিরিজ।’

টেস্ট ম্যাচ যেহেতু ৫ দিনের খেলা সেহেতু ম্যাচের আগে প্রতিটা ক্রিকেটারের কাছেই এটা একটু ভীতি হিসেবে কাজ করে। কিন্তু সিরিজ জিতলে এর প্রাপ্তিটা হয় অসাধারণ। হাসির ছলে সাকিব বলেন, ‘টেস্ট শুরু হওয়ার আগে সবচেয়ে কষ্ট লাগে। টেস্ট জিতে গেলে সবচেয়ে আরাম লাগে। গতকালই (শনিবার) ড্রেসিং রুমে বলছিলাম, টেস্ট জেতার যে মজা, যে সন্তুষ্টি সেটা অন্য কোনো ফরম্যাটে নেই। বড় বড় ম্যাচ তো জিতেছি কিন্তু ওই মজাটা টেস্টের মতো লাগে না। কিন্তু শুরুর আগে অনেক কষ্ট লাগে, খুব টেনশন হয়। পাঁচ দিন খেলা, বয়স হয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে খেলার আগে কষ্টই লাগে।’

চলতি বছর জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হোয়াইটওয়াশ হয়ে এসেছিল বাংলাদেশ। চার মাসের মধ্যে এবার নিজেদের মাটিতে সেই হারের বদলা নিলেন সাকিব-মিরাজরা। এমন শক্তভাবে ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা যারা ছিলাম, কেউই এ ধরনের পারফর্ম আশা করিনি। সেই হারের পর মিটিং করেছি, তারপর স্ট্রংলি কামব্যাক করেছি ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। যেহেতু আমরা টেস্ট ফরম্যাটে ভালো করিনি, আমাদের হোমে একটা সুযোগ ছিল নিজেদের প্রমাণ করার। ওই কারণেই আমরা চেয়েছিলাম কিছু একটা করি, যেন মানুষ অন্তত ভুলতে পারে বা বুঝতে পারে যে না, তাদের ঘরের মাঠের সুবিধাটা তাঁরা নিতে পেরেছে।’

ওয়েস্ট ইন্ডিজের পরে বাংলাদেশের সামনে নিউজিল্যান্ড সিরিজ। যাদের বিপক্ষে কোনো ভালো স্মৃতি নেই টাইগারদের। পাশাপাশি সিরিজটিও হবে কিউইদের মাটিতে। এতো চ্যালেঞ্জের পরেও অধিনায়ক সাকিব চান ওই সিরিজে মনে রাখার মতো কিছু করতে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের চ্যালেঞ্জ নিয়ে সাকিব বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজ অবশ্যই কঠিন হবে। এটা অনেক বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। নিউজিল্যান্ডে এ যাবৎকালে যতোবারই গিয়েছি এখন পর্যন্ত জয় তো দূরের কথা কোনো ম্যাচ ড্রও করতে পারিনি। এটা কোনো ফরম্যাটেই হয় নাই। আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। চেষ্টা থাকবে মনে রাখার মতো কিছু করার, কমপক্ষে কোনো স্মৃতি যেন থাকে। কারণ এখন পর্যন্ত কোনো স্মৃতি নেই। যদি একটা ম্যাচও ড্র করতে পারি সেটাও বড় পাওয়া হবে। অবশ্যই আমরা চাইব প্রতি ম্যাচ জেতার জন্য। কিন্তু সত্যিটা যদি চিন্তা করি তাহলে খুবই একটা টাফ চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমাদের খুব ভালো অবস্থায় থাকতে হবে, বিশেষ করে ব্যাটিংটা। আমাদের ফাস্ট বোলারদেরও ভালো করতে হবে। তাহলে আসলে ভালো কিছু করার সম্ভাবনা থাকবে।’

(ঢাকাটাইমস/২ ডিসেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :