ওয়ারেন্ট ছাড়া একটি গ্রেপ্তারও হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৬

নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও নেতাকর্মীদের হয়রানির যে অভিযোগ বিএনপি করেছে তা নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। জানিয়েছেন, কোনো অভিযোগ ছাড়া বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার বা হয়রানি করা হচ্ছে না। যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। আর মন্ত্রণালয় সবকিছু নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ীই করছে।

রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। ‘মানব পাচার প্রতিরোধ ও দমনে জাতীয় পরিকল্পনা ২০১৮-২০২২’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি সব সময় বলছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু এটা তাদের একটি রাজনৈতিক কৌশল। আমরা একটি গ্রেপ্তারও করিনি ওয়ারেন্ট ছাড়া। যাদের নামে সুনির্দিষ্ট মামলা রয়েছে শুধু তারা গ্রেপ্তার হচ্ছে। আর নিরাপত্তাবাহিনীকে এখন নিয়ন্ত্রণ করে নির্বাচন কমিশন। ইসির দিক নির্দেশনা অনুযায়ী গ্রেপ্তার করা হচ্ছে কিংবা আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে যাচ্ছে।’

বিএনপি প্রোপাগান্ডার কৌশল অনুসরণ করছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘শুধু শুধু কাউকে ধরা হচ্ছে না। আমি প্রত্যেকটার বিষয় জানি। যাদের ধরা হচ্ছে তাদের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট আছে। মনোনয়নপ্রত্যাশী যে-ই হোক তার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট থাকে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো উপায় থাকবে না গ্রেপ্তার ছাড়া।’

মন্ত্রী বলেন, ‘আমাদের কাছে ফেসবুকে গুজব ছড়ানোর শত শত ঘটনা প্রতিদিন আসছে। এই গুজব আগেও ছড়িয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে এখন আরও বেশি ছড়ানো হচ্ছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। গুজবের কারণে আপনারা দেখেন, বৌদ্ধ বিহার তছনছ হয়ে গিয়েছিল। এগুলো ছড়াতে তারা বেশ দক্ষ। দেশবাসীকে অনুরোধ করব কোনো গুজবে কেউ কান দেবেন না।’

কিছু নামসর্বস্ব পত্রিকা ভুয়া সংবাদ পরিবেশ করছে বলে অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এসব তথ্য মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে জানানো হচ্ছে। তারা যেভাবে দিকনির্দেশনা দিচ্ছে আমরা সেভাবে কাজ করছি।’

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :