ময়মনসিংহে আ.লীগ-বিএনপি প্রার্থীর কুশল বিনিময়

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৮, ২০:৩৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (ধোবাউড়া ও হালুয়াঘাট) আসনে প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের মধ্যে কুশল বিনিময় হয়েছে। রবিবার মনোনয়ন প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত হয়ে কুশল বিনিময় করেন ময়মনসিংহ-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সাংসদ জুয়েল আরেং, বিএনপির প্রার্থী দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি আফজাল এইচ খান।

এ দৃশ্য দেখে স্থানীয়রা বলেন, এই সম্প্রীতির বন্ধন নির্বাচনে অব্যাহত থাকবে এমনটাই আমরা প্রত্যাশা করি।

প্রসঙ্গত, এই আসনে নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- জুয়েল আরেং (আওয়ামী লীগ), বিএনপি থেকে চারজন হলেন-কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সালমান উমর রুবেল, আলী আজগর, আফজাল এইচ খান। কৃষক শ্রমিক জনতা লীগের দুজন- বাবুল দেবনাথ ও আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আনোয়ার হোসেন, হুমায়ুন মো. আব্দুল্লাহ আল হাদি (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এমডি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :