ইজতেমা ময়দানে সংঘর্ষ

পুলিশের মামলায় আসামি ২৫ হাজার

গাজীপুর প্রতিনিধি
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৩২

টঙ্গীতে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মামলা হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়া এবং তাদের আহত করার অভিযোগে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক রাকিবুল হাসান বাদী হয়ে মামলাটি করেন।

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক সুমন মিয়া বিষয়টির সতত্য নিশ্চিত করেন। তিনি জানান, এই মামলায় অজ্ঞাত ২৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘শনিবার ইজতেমা ময়দানে সাদপন্থি ও জুবায়ের পন্থিদের সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের কাজে বাধা দেয়া এবং হামলা চালানো হয়। এতে এক মুসল্লি নিহত এবং দুই শতাধিক মুসল্লি ও কয়েকজন পুলিশ আহত হন।’

ঢাকা টাইমস/০৩ ডিসেম্বর/প্রতিনিধি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :