রংপুরে জনতা ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

রংপুর ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৫:২৪

জনতা ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছালাম আজাদ বলেছেন, ব্যাংকিং খাত একটি সেবামূলক খাত। খুব সহজেই এখান থেকে মানুষের সেবা করা যায়। তাই স্বচ্ছতা এবং জবাব দিহিতার মাধ্যমে ব্যাংকিং কর্মকা- পরিচালনা করতে হবে। যাতে করে মানুষ হয়রানির স্বীকার না হয়।

রবিবার রংপুরের আরডিআরএস মিলনায়নে জনতা ব্যাংকের রংপুর বিভাগের বিভিন্ন সূচকের অগ্রগতি পর্যালোচনা শীর্ষক ব্যবস্থাপক সম্মেলন-২০১৮ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রংপুর বিভাগীয় জিএম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ডিএমডি জিকরুল হক ও তাজুল ইসলাম বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সকল এরিয়া প্রধান, নির্বাহীবৃন্দ এবং বিভাগের আওতাধীন ৭৩টি শাখার ব্যবস্থাপকগণ।

সম্মেলনে এমডি বিভিন্ন ব্যবসায়িক সূচকের বিপরীতে অগ্রগতি পর্যালোচনা করেন। কাঙ্খিত অগ্রগতি পেতে সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং তৎপরতা বৃদ্ধির নির্দেশনা দেন।

ঢাকা টাইমস/০৩ডিসেম্বর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :