কুষ্টিয়ায় স্কুলছাত্রকে অপহরণ, মুক্তিপণ দাবি

কুষ্টিয়া প্রতিনিধি
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৫

কুষ্টিয়ার ভেড়ামারায় আশিক নামে ১৪ বছরের এক স্কুলছাত্রকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা আশিকের পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে। অন্যথায় তাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে।

রবিবার দুপুরে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে। অপহৃত আশিক ওই গ্রামের কুতুব উদ্দিনের ছেলে। সে ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

আশিকের বাবা কুতুব উদ্দিন জানান, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশী মিশুক তার ছেলেকে ডেকে নিয়ে যান। দুপুর পর্যন্ত আশিক মিশুকের বাড়িতেই ছিল। পরে বিকেল ৪টা ৪৮ মিনিটে ফোনে একটা কল আসে। বলা হয়, ‘তোর ছেলে আশিক আমার কাছে আছে। আধঘণ্টার মধ্যে ৫০ হাজার টাকা দিবি। তা না হলে তোর ছেলেকে মেরে ফেলব।’

তিনি আরও বলেন, ‘পরে ছেলেকে খুঁজতে মিশুকের বাড়িতে যাই। সেখানে আশিকও নেই মিশুকও নেই। তারপর মিশুকের ছোট ভাই আসিফকে জিজ্ঞাসা করে জানতে পারি, সে শ^শুরবাড়িতে গেছে। মিশুককে ফোন দিলে সে বলে, আশিক তার কাছে নেই। পরে যে নম্বর থেকে আমার কাছে টাকা চেয়ে ফোন এসেছিল সেটি আসিফকে দেখালে সে জানায়, এটি তার ভাই মিশুকের নম্বর। আমার ছেলেকে এখনও ফিরে পায়নি। কোথায় আছে কেমন আছে জানিনা।’

এ ব্যাপারে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাহীন জানান, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় একটি অপহরণ মামলা করার প্রস্তুতি চলছে।’

ঢাকা টাইমস/০৩ ডিসেম্বর/প্রতিনিধি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :