ইউনিসেফ-বিএফএফ চুক্তি স্বাক্ষর

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৬

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ফুটবলের মাধ্যমে মেয়েদের ক্ষমতায়ন জোরদার করতে সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সঙ্গে দুই বছর মেয়াদী একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে ইউনিসেফ বাংলাদেশ। সবার জন্য, বিশেষ করে নারীদের জন্য খেলাধুলার সুযোগ তৈরি করতে ইউনিসেফের দীর্ঘদিনের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই চুক্তি করা হয়েছে।

এই অংশীদারিত্বের আওতায় অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের সব জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ ও অনুশীলন জার্সিতে ইউনিসেফের লোগো বসানো হবে। এছাড়া বার্ষিক ভিত্তিতে বাংলাদেশের ৬৪ জেলায় জাতীয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ও ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ফুটবল খেলায় মেয়েদের উৎসাহিত করতে বিএফএফের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে ইউনিসেফ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে এডওয়ার্ড বেগবেদার বলেন, ‘এই উদ্যোগ দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা লুকায়িত প্রতিভা তুলে আনার মাধ্যমে খেলাধুলার জগতে ইউনিসেফের অংশীদারিত্ব বাড়ানোর সুযোগ তৈরি করবে।’

(ঢাকাটাইমস/৩ ডিসেম্বর/এসইউএল)