ঠাকুরগাঁওয়ে পাক হানাদারমুক্ত দিবস পালন

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৮, ২২:০১

ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় ৩ ডিসেম্বর পাক হানাদারমুক্ত দিবস উদযাপন করা হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এবং উদীচী শিল্পী গোষ্ঠীর যৌথ আয়োজনে মুক্ত দিবস পালন করা হয়।

এ উপলক্ষে সোমবার সকালে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার শহীদ স্মৃতি পাদদেশে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক পৌর চেয়ারম্যান আকবর আলী ও বীরঙ্গনা আমেনা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, উদীচীর জেলা সভাপতি সেতেরা বেগম প্রমুখ।

পরে পাঠাগার চত্বর থেকে একটি মুক্তি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

বিকালে শহীদ মিনারে মুক্ত নাটক, কবিতা আবৃত্তি ও উদীচী জেলা সংসদের উদ্যোগে গণসঙ্গীত পরিবেশন করা হবে।

উল্লেখ্য, ৩ ডিসেম্বর পাক হানাদারমুক্ত হয় ঠাকুরগাঁও। এর পূর্বে ২ ডিসেম্বর মুক্তিযোদ্ধা এবং পাক হানাদারদের মাঝে সারারাত প্রচণ্ড গোলাগুলির পর শত্রুবাহিনী ঠাকুরগাঁও থেকে পিছু হটে সৈয়দপুরে গিয়ে আশ্রয় নেয়। ৩ ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণ মিছিলসহ ঠাকুরগাঁও শহরে প্রবেশ করে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে দেয়। জনতা শুরু করে বিজয়ের উল্লাস।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :