আখাউড়া স্থলবন্দর দিয়ে কয়লা রপ্তানি শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৮, ১০:২৪
ফাইল ছবি

প্রায় দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে কয়লা রপ্তানি শুরু হয়েছে। ভারতের ত্রিপুরায় কয়লার ব্যাপক চাহিদা থাকায় বাংলাদেশী ব্যবসায়ীরা রাশিয়া ও ইন্দোনেশিয়া থেকে নৌপথে আশুগঞ্জ নৌবন্দরে কয়লা আমদানি করছে। পরে তা ভারতের ত্রিপুরায় রপ্তানি করছে।

টন প্রতি ১১০ ডলারে সোয়েব ট্রেড ইন্টারন্যাশনাল, মোল্লা ট্রেড ইন্টারন্যাশনাল, বায়জিদ ট্রেড সেন্টার এ তিনটি প্রতিষ্ঠান কয়লা রপ্তানি করছে। গত কয়েক দিনে ৭০০ টন কয়লা রপ্তানি হয়েছে বলে জানিয়েছে কাষ্টমস কর্মকর্তা শান্তি বরণ চাকমা।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও কয়লা রপ্তানিকারক রাজীব উদ্দীন ভূঁইয়া বলেন, রাশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে নৌপথে টন প্রতি ৮০ ডলারে কয়লা আমদানি করা হচ্ছে। পারে তা টন প্রতি ১১০ ডলারে রপ্তানি করা হচ্ছে।

ভারতীয় আমদানিকারকরা রাজ্যে ইটভাটাসহ অন্যান্য কাজে কয়লার ব্যাপক চাহিদা থাকায় বাংলাদেশ থেকে কয়লা আমদানি করছে বলে জানা গেছে।

ঢাকা টাইমস/০৪ডিসেম্বর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :