উয়েফা নেশনস লিগের সেমিফাইনালের ফিকশ্চার

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালের ড্র। ২০১৯ সালের ৫ জুন প্রথম সেমিফাইনাল ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে সুইজারল্যান্ড। ৬ জুন দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ইংল্যান্ড। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ জুন। এই দিনই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। চারটি ম্যাচই অনুষ্ঠিত হবে পর্তুগালে।

চারটি ম্যাচের জন্য মোট দুইটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। পর্তুগাল ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচ ও ফাইনাল ম্যাচ হবে পোর্তোতে। নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে গুইমারায়েসে।

এবারই প্রথমবারের মতো উয়েফা নেশনস লিগ অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হবে তারা প্রাইজ মানি হিসাবে পাবে ৭.৫ মিলিয়ন ইউরো। রানারর্স আপ দল পাবে ৬.৫ মিলিয়ন ইউরো। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ৫.৫ মিলিয়ন ইউরো। চতুর্থ হওয়া দলটি পাবে ৪.৫ মিলিয়ন ইউরো।

উয়েফা নেশনস লিগের সেমিফাইনালের ফিকশ্চার

তারিখ

ম্যাচ

মুখোমুখি

ভেন্যু

৫ জুন, ২০১৯

প্রথম সেমিফাইনাল

পর্তুগাল-সুইজারল্যান্ড      

পোর্তো

৬ জুন, ২০১৯

দ্বিতীয় সেমিফাইনাল

ইংল্যান্ড-নেদারল্যান্ডস

গুইমারায়েস

৯ জুন, ২০১৯

তৃতীয় স্থান নির্ধারণী

-

গুইমারায়েস

৯ জুন, ২০১৯

ফাইনাল

-

পোর্তো

(ঢাকাটাইমস/৪ ডিসেম্বর/এসইউএল)