নিপুণ রায়ের রিমান্ড আবেদন নাকচ

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৭:০৭
ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী ও ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমাকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডে চাইলেও পায়নি পুলিশ। নয়াপল্টনে নাশকতার একটি মামলায় তাদের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত। তবে আগামী ১০ কার্যদিবসের মধ্যে যেকোনো একদিন তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম সাত দিন করে রিমান্ড আবেদন করেন।

শুনানিকালে কারাগারে থাকা নিপুণ ও আরিফাকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষে নিপুণ রায়ের বাবা নিতাই রায় চৌধুরী ও সানাউল্লাহ মিয়াসহ বিএনপিপন্থী আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন। ওই সময় নিপুণ রায়ের শ্বশুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৬ নভেম্বর পল্টন থানার নাশকতার আরেক মামলায় এই দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে গত ২২ নভেম্বর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। এরপর এ মামলায় রিমান্ড আবেদন করে পুলিশ।

গত ১৫ নভেম্বর সন্ধ্যার পর পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুণ রায়কে গ্রেপ্তার করা হয়। এর আগের দিন ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের অন্তত ২০ জন এবং বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। ওই ঘটনায় পুলিশ পৃথক তিনটি মামলা দায়ের করে।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :