‘ফরম্যাট যতো ছোট, ওয়েস্ট ইন্ডিজ ততো শক্তিশালী’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৭:১৮

আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন নিয়ে নৌকা প্রতীক নিয়ে ভোটে লড়বেন ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ। হাতে খুব বেশি সময় নেই। এদিক থেকে সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। নির্বাচন সামনে রেখে অন্যান্য প্রার্থীরা ব্যস্ত সময় পার করলেও মাশরাফি বিন মর্তুজা ব্যস্ত খেলা নিয়ে। আগামী ১৪ ডিসেম্বর সিরিজ শেষ করে নির্বাচনে মনোযোগ দিতে চান তিনি।

মঙ্গলবার মিরপুরে নির্বাচন ও খেলাসহ সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, ‘এখন আমার মন পুরোপুরি অনুশীলনে। অবশ্যই ১৪ ডিসেম্বরের পর আমি নির্বাচনে মনোযোগ দিব। নির্বাচন নিয়ে যা করার ১৪ তারিখের পর। এর আগে মনোযোগ পুরোপুরি খেলায় রাখব।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ কেমন হতে পারে তা নিয়ে মাশরাফি বলেন, ‘ফরম্যাট যতো ছোট, ওয়েস্ট ইন্ডিজ ততো ভালো দল। অবশ্যই ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা আশা করছি। টেস্ট সিরিজ জেতার পর খেলোয়াড়রা ভালো অবস্থায় আছে। এটি কাজে লাগাতে পারলে ভালো হবে।’

ওয়েস্ট ইন্ডিজ সিরজই হতে পারে দেশের মাটিতে মাশরাফি বিন মর্তুজার ক্যারিয়ারের শেষ সিরিজ। বিষয়টি নিয়ে টাইগার দলপতি বলেন, ‘আমি বলেছি, আমার মাইন্ড সেট-আপ বিশ্বকাপ পর্যন্ত ছিল। একটা পর্যায়ে মনে হচ্ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির পর পারব কিনা জানি না। তারপরও আমার ফিটনেস, পারফরম্যান্স ভালো চলছিল বলে আমি মোটামুটি এগিয়েছি। সেটাই বলছি আমার বিশ্বকাপ পর্যন্ত মাইন্ড সেট-আপ আছে। তারপর রিভিউ করার সুযোগ আছে। আমি যদি সেই অবস্থায় না থাকি তাহলে অবশ্যই আমাকে বিদায় নিতে হবে। আর যদি থাকে তাহলে অবশ্যই আমি চেষ্টা করব। তার আগেও যেকোনো কিছু হতে পারে। ২০১১ বিশ্বকাপের পর আপনাদের ৫০ শতাংশ বিশ্বাস করেছিল যে, আমার ক্যারিয়ার শেষ। আল্লাহর রহমতে আরো সাত বছর খেলতে পেরেছি।’

তিনি বলেন, ‘আমার শেষ আর শুরুতে কিছু আসবে যাবে না। তবে অবশ্যই সিরিজটা জিততে চাই। আমার চোখে ঠিক আট দশটা সিরিজ যেভাবে খেলছি এটাও তাই।’

বিশ্বকাপের পরও খেলা চালিয়ে যাবেন কিনা এ ব্যাপারে মাশরাফি বলেন, ‘প্রথমত আমার লক্ষ্য বিশ্বকাপ পর্যন্তই থাকবে। বিশ্বকাপ পর্যন্ত আট মাসের ব্যাপার। যেভাবে খেলে আসছি বিশ্বকাপ পর্যন্ত ওইভাবে খেলার চেষ্টা করব। আমার ব্যক্তিগত লক্ষ্যও ছিল বিশ্বকাপ। পরে সেটা রিভিউ করব কিনা সেটা সময়ই বলে দেবে।’

টেস্ট থেকে মাশরাফি এখনো আনুষ্ঠানিকভাবে বিদায় নেননি। এই ফরম্যাটে আর কোনো ম্যাচ খেলবেন কিনা এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি তো দশটা কাজ একসাথে করব না। আর টেস্ট মনে হয় এমনিই বলে দেব। আর টেস্ট তো আট বছর ধরে খেলছি না।’

মিরপুরে আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ১১ ডিসেম্বর এই ভেন্যুতেই দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই দুইটি ম্যাচ শুরু হবে দুপুর একটায়। ১৪ ডিসেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে শেষ ম্যাচ। এই ম্যাচটি শুরু হবে দুপুর বারোটায়।

(ঢাকাটাইমস/৪ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :