সাউথ সুদানে ১৫০ জনের বেশি নারী-শিশু ধর্ষিত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৬

সাউথ সুদানে গত ১২ দিনে ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হওয়া ১৫০ জনের বেশি নারী সাহায্যের আবেদন জানিয়েছেন। সোমবার জাতিসংঘের তিনটি সংস্থার প্রধান এ কথা জানিয়েছেন। খবর এএফপির।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রধান হেনরিয়েটা ফোর, ইউএনএইড প্রধান মার্ক লোকক এবং ইউএন পপুলেশন ফান্ডের পরিচালক ন্যাটালি কানেম এক যৌথ বিবৃতিতে জানান, সশস্ত্র হামলাকারীরা উত্তরাঞ্চলীয় শহর বেনটিউয়ের কাছে হামলা চালায়। এদের অধিকাংশের পড়নে ইউনিফর্ম ছিল।

সংস্থা তিনটি ‘এই ঘৃণ্য হামলার’ নিন্দা করে দুষ্কৃতিকারীদের বিচার নিশ্চিত করতে সাউথ সুদান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

গত সপ্তাহে ডক্টর্স উইদআউট বর্ডার্স (এমএসএফ) জানায়, আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর জরুরি খাদ্য বিতরণ কেন্দ্র থেকে খাবার আনতে যাওয়ার পথে ১২৫ যুবতী ও কিশোরী ধর্ষিত হয়েছে। ২০১৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে সাউথ সুদানের যৌন সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে।

জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, ২০১৮ সালের প্রথম অর্ধেক সময়ে ২ হাজার ৩০০ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এদের অধিকাংশই যুবতী ও কিশোরী। আক্রান্তদের ২০ শতাংশের বেশিই শিশু।

সংস্থা তিনটি জানায়, অধিকাংশ যৌন সহিংসতার ঘটনার ব্যাপারেই জানানো হয় না। তাই প্রকৃত ধর্ষণের ঘটনা অনেক বেশি।

এমএসএফ বলেছে, ধর্ষণ ছাড়াও অনেক নারীকে লাঠি ও রাইফেলের বাট দিয়ে পেটানো হয়। তাদের জামা, জুতা, অর্থ ও রেশন কার্ড ছিনিয়ে নেয়া হয়।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :