মইনুলের মুক্তি দাবি জাতীয় আইনজীবী সমিতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৬
ফাইল ছবি

কারাবন্দি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি করেছে আইনজীবীদের সংগঠন জাতীয় আইনজীবী সমিতি। টেলিভিশন টক শোতে এক নারী সাংবাদিককে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় গত ২২ অক্টোবর থেকে জ্যেষ্ঠ এই আইনজীবী কারাগারে আছেন। মইনুল ছাড়াও সারাদেশে যত আইনজীবী বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছেন তাদেরও মুক্তি দাবি করেছে জাতীয় আইনজীবী।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট ল রিপোর্টার্স ফোরামে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। এতে বক্তব্য দেন সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী শাহ মো. খসরুজ্জামান।

আসন্ন নির্বাচনে জাতীয় সংসদে অধিকসংখ্যক আইনজীবী প্রতিনিধি থাকার বিষয়টি নিশ্চিত করতে তিনি সব দলের প্রতি আহ্বান জানান। বলেন, ‘বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি পুরো দেশের আইনজীবী সমিতিগুলোর ফেডারেশন এবং নির্দলীয় একমাত্র আইন পেশার সংগঠন। আশির দশকে আইনজীবীদের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের ধারাবাহিকতা রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনজীবীরা অতীতের মতো দেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকারকে সুপ্রতিষ্ঠিত করা আইনজীবীদের একটি ঐতিহাসিক দায়িত্ব বলে আমরা মনে করি। ’

জ্যেষ্ঠ এই আইনজীবী বলেন, ‘১৯৭০ সালের জাতীয় সংসদ নির্বাচনে পার্লামেন্ট সদস্যদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ নির্বাচিত হয়েছিলেন আইন পেশা থেকে। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কারণে এই সংখ্যা কমতে কমতে এখন কতিপয় আইনজীবীদের মধ্যে সীমিত হয়ে পড়েছে। অন্যদিকে, দেশের ব্যবসায়ীরা ওই শূন্যস্থান পূরণ করার সুযোগ গ্রহণ করেছেন। তাই আমরা সব রাজনৈতিক দল ও নেতৃত্বের প্রতি আহ্বান জানাই, অধিকসংখ্যক আইনজীবীকে দলীয় মনোনয়ন দিয়ে আইন প্রণেতা বানানোর একটি বিশেষ উদ্যোগ নিন।’

সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, ‘আমাদের সমিতির পক্ষ থেকে আইনজীবী যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের প্রচারে নামব। এজন্য সামসুল জালাল চৌধুরীকে আহ্বায়ক ও আবুল বাশারকে সদস্যসচিব করে ৩১ সদস্যের একটি ‘নির্বাচনি প্রচারণা কমিটি’ গঠন করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর থেকে এই কমিটির প্রচারকাজ শুরু হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি সামসুল জালাল চৌধুরী, ডেপুটি সেক্রেটারি জেনারেল আবুল বাশার, সহকারী সেক্রেটারি জেনারেল আনামুল হক, মিজানুর রহমান, আবুল কাশেম রাজু, সায়মা খান প্রমুখ।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এমএবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :