সুইডেনে নৌকার পক্ষে জনমত গড়তে সভা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৩

‘প্রবাসীর ভোট নৌকায় হোক’- এই স্লোগানকে সামনে নিয়ে সুইডেন যুবলীগের উদ্যোগে দেশটির রাজধানী স্টকহোমে সংগঠনের আহ্বায়ক যুবায়দুল হক সবুজের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ মহিমের পরিচালনায় যুবলীগের গৌরবের ৪৬ বছর এবং নৌকার পক্ষে জনমত সৃষ্টি শীর্ষক আলোচনা সভা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খান, প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন।

আরো আলোচনায় অংশগ্রহণ করেন সুইডেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য প্রচার প্রচারণার কৌশল ও কর্ম পরিকল্পনার উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

উপস্থিত ছিলেন দলিল উদ্দিন দুলু, কামরুল হাসান, লাভলু মনোয়ার, ইউসুফ আলী রতন, মাহফুজর রহমান, হেয়াদায়েতুল ইসলাম, বাদল রহমান, আব্দুর রাশিদ মান্নান মোল্লা, সিরাজ বেপারী, নূর সালাম, কাওসার আলী, খালেদ মোহাম্মদ আলী, খান সালেহ, আনিস হাসান তপন, নাঈম রহমান মার্টিন, নেওয়াজ হোসেন অরূপ, দেলোয়ার হোসেন জুয়েল, মাসুম আল মামুন, মাজেদুল ইসলাম অপু, আকরাম উল্লাহ, মাসুদ রানা, তারেক হাসান রবিন, সুমন হাসান, মুক্তাদির বাবু, রাশেদুল ইসলাম, মান্না দেব, লিঙ্কন আহমেদ, রাহাত হোসেন, এ টি দুর্জয় রহমান, আব্দুল হাদি রঞ্জু, আরিফ হোসেন সুমন, জমির উদ্দিন, রায়হান কিবরিয়া, তুহিন ইসলামসহ আরো অনেকেই।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :