সরকারি অর্থায়নে ঘর পেল রূপগঞ্জের ১২৬ পরিবার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৯:১০

নারায়নগঞ্জের রূপগঞ্জে সরকারি সহায়তায় নতুন ঘর পেয়েছে ১২৬টি পরিবার। উপজেলার সাতটি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডের গৃহহীন পরিবারের মাঝে এই ঘরগুলো হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আশ্রায়ণ প্রকল্প -২ এর আধীনে এক লাখ ২০ হাজার টাকা করে এক একটি গৃহহীন দুস্থ পরিবারকে একটি করে টিনসেড ঘর ও স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভুমি আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবেদ আবেদ আলী উপস্থিত থেকে মঙ্গলবার দুপুরে ঘরগুলোর মালিকদের বুঝিয়ে দেন।

ঘর পেয়ে গোলাকান্দাইল ইউনিয়নের গৃহহীন তাছলিমা আক্তার বলেন, আমার স্বামী ছয় বছর আগে ক্যানসারে মারা যান। দুটি সন্তান নিয়ে আমাদের থাকার কোনো জায়গা ছিল না। আমার শ^শুর আমাদের থাকার জমি দিয়েছেন । ঘর তোলার সামর্থ্য না থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ঘর তুলে দিয়েছেন। আমার সন্তানদের নিয়ে মাথা গোজার ঠাঁই করে দেয়ায় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই।’

ঢাকা টাইমস/০৪ ডিসেম্বর/প্রতিনিধি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :