‘ফিরে পেতে চাই বাবার ভালোবাসার মুখ’

বাবার খোঁজে আসা শিশুদের বোবা কান্নায় আপ্লুত এক আয়োজন

সাখাওয়াত প্রিন্স, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৯ | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৬

কারো ছেলে কারো ভাই কারো প্রিয়জনের খোঁজে এসেছেন স্বজনরা। সঙ্গে এসেছে বাবাকে হারানো শিশুরাও।

মঙ্গলবার দুপুরে বাবার খোঁজে আসা ওই শিশুদের অশ্রুসিক্ত বোবা কান্নায় চোখের জলে ভেসে যান জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সমবেতরা। সাংবাদিকসহ প্রশাসনের লোকেরাও ধরে রাখতে পারেননি আবেগকে।

‘মায়ের ডাক’র এই আয়োজনে মায়ের সঙ্গে এসেছিল আট বছরের শিশু রিথি আক্তার। ২০১৩ সালের ২ ডিসেম্বর তিন বছর বয়সে তার বাবাকে শাহবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সেই থেকে বাবার খোঁজে প্রশাসন ও গণমাধ্যমের কাছে নিত্য তার মুখ দেখা যায়।

রিথিকে তার বাবার সম্পর্কে কিছু বলতে বলা হলে সমবেত ও সকল ক্যামেরার চোখ চলে যায় তার দিকে। কিন্তু মেয়েটির মুখে কোনো কথা আসছিল না, চোখে ঝরা অবিরাম লোনা পানি আর বোবা কান্না গোটা পরিবেশকে আবেগে আপ্লুত করে ফেলে। শেষ পর্যন্ত সে এটুকুই বলে বিদায় নেয়- ‘আমি আমার বাবার ভালোবাসার মুখ ফিরে পেতে চাই।’

পাঁচ বছরের ছোট্ট শিশু আফরা। পরিবারের সঙ্গে সেও এসেছে বাবার সন্ধানে। শুরুতে মাইকের সামনে এসে কথা বলতে না চাইলেও বিদায়বেলায় সকলকে ফের ভাসিয়ে দেয় অশ্রুজলে। মামার কোলে চড়া আফরা সাংবাদিকদের উদ্দেশ্য করে বলে ‘আমার বাবাকে ছাড়া কিছু ভালো লাগে না, আমার কোনো কিছুতে মন বসে না। আমি স্কুলে ভর্তি হবো, আমি আমার বাবার কোলে করে স্কুলে যেতে চাই। আপনারা আমার বাবাকে ফিরিয়ে দিন।’

১৫ বছরের হাফসা ইসলামের বাবা সুমনকে বসুন্ধরা থেকে তুলে নিয়ে যাওয়া হয় ২০১৩ সালের ডিসেম্বর মাসে। নয় বছরের হাফসা তখন ছিল চতুর্থ শ্রেণির ছাত্রী। বাবাকে হারানোর শূন্যতা সেই থেকেই বিধে আছে তার বুকে। ঢাকা ক্যান্টেনমেন্ট স্কুলের নবম শ্রেণির হাফসাকেও বাবাকে নিয়ে কিছু বলতে বলা হয়। কিন্তুবিরামহীন চোখের জল তার সাজানো কথাগুলোকেও ভুলিয়ে দিয়েছে। তারপরও ধরাকণ্ঠে বলছিল, ‘আমি আমার সহপাঠীদের মতো বাবার সঙ্গে ঘুরতে যেতে চাই। প্রশাসনের কাছে, গণমাধ্যমের ক্যামরার সামনে আমাদের আর কতো চোখের পানি ঝরাতে হবে? আমরা কি আমাদের বাবাকে ফিরে পাবো না?’

‘আমি সরকারের কাছে বলতে চাই, আপনারা আমার বাবাকে ফিরিয়ে দিন। আপনাদের কাছে আর কোনো চাওয়া নেই।’

সারাদেশ থেকে আসা গুম হওয়া মানুষের পরিবারগুলোকে নিয়ে আয়োজিত এ আয়োজনে অতিথি ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, রাজনৈতিক বিশ্লেষক আসিফ নজরুল, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।

(ঢাকাটাইমস/ ৪ডিসেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :