টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন হাফিজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২০:০৫ | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৮, ২০:০১

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান আবুধাবি টেস্টটাই হতে যাচ্ছে সাদা পোশাকে মোহাম্মদ হাফিজের শেষ ম্যাচ। মঙ্গলবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের এই স্পিনিং অলরাউন্ডার। ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেটেই এখন মনোযোগ দিতে চান তিনি।

৩৮ বছর বয়সী হাফিজ দেশের হয়ে এখন পর্যন্ত ৫৫ টেস্টে ১০৪ ইনিংসে ৩ হাজার ৬৪৪ রান করেছেন। সেঞ্চুরি ১০টি, হাফসেঞ্চুরি ১২টি। সর্বোচ্চ ২২৪। পাশাপাশি বল হাতে ৫৩টি উইকেটও নিয়েছেন এই অফস্পিনিং অলরাউন্ডার।

২০০৩ সালে করাচিতে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় হাফিজের। একটা সময় পাকিস্তান টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তবে ফর্মে কারণে প্রায়ই বাদ পড়তে হয়েছে তাকে। সাম্প্রতিক সময়টাও খুব একটা ভালো কাটছে না হাফিজের। সর্বশেষ ৭ ইনিংসে সেঞ্চুরি দূরে থাক, একটি হাফসেঞ্চুরিও নেই তার। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে প্রথম দুই টেস্টের তিন ইনিংসে এই ডানহাতির ব্যাট থেকে আসে মাত্র ৩৯ রান। তৃতীয় টেস্টেও শূন্য রানে আউট হয়ে ফিরেছেন তিনি।

(ঢাকাটাইমস/৪ ডিসেম্বর/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :