দুই লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৮, ২০:১১
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ ৪৮ হাজার ৩৬০ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭।

বুধবার দুপুরে মোবাইলফোনে পাঠানো ক্ষুদেবার্তায় টেকনাফ-১ ক্যাম্পের ইনচার্জ মির্জা শাহেদ মাহাতাব (এক্স) বিএন বলেন, ‘ইয়াবার উৎসভূমি হিসেবে পরিচিত কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদক নির্মূল করতে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে র‌্যাব সদস্যরা। গত (নভেম্বর) মাসে টেকনাফ র‌্যাব-৭ সদস্যরা জল-স্থলপথ, বসতবাড়ি ও চেকপোস্টে অভিযান চালিয়ে ২ লাখ ৪৮ হাজার ৩৬০ ইয়াবা উদ্ধার করে। এছাড়া একটি বিদেশি পিস্তল, ১টি দেশীয় অস্ত্র, বুলেট, ১৪ ক্যান বিয়ার, ৫৭ হাজার ৩৫০ প্যাকেট সিগারেট উদ্ধার করেছে। ওই সময় মাদক পাচারের ব্যবহৃত ১টি ট্রাক, ১টি বাস ও ১টি সিএনজিও জব্দ করা হয়। এ ঘটনায় তিন রোহিঙ্গাসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় ১১টি মামলা করা হয় মডেল থানায়।

তিনি আরো বলেন, মাদক নির্মূল করতে সীমান্তে র‌্যাব তৎপর অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :