কুষ্টিয়ায় চার ব্যবসায়ীকে অর্থদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৮, ২১:২৯

পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে কুষ্টিয়ার সদর উপজেলার খাজানগর এলাকায় অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার খাজানগর এলাকায় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- দীন মহাম্মদ অটো রাইচ মিলের মালিক দীন মহাম্মদ জামানকে ৩০ হাজার টাকা, ব্যবসায়ী আজগার হোসেনকে ২০ হাজার, শাহীন আলীকে ৫ হাজার, প্রগতি এগ্রো ফুডের মালিক জামসের আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ‘খাজানগর এলাকায় অভিযান চালিয়ে পাটের মোড়ক ব্যবহারের পরিবর্তে পলিথিন ব্যাগ ব্যবহার করায় চার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।’

অভিযানে কুষ্টিয়া পাট অধিদপ্তরের মুখ্য পাট পরিদর্শক সোহরাব উদ্দিন উপস্থিত অন্যান্য ব্যবসায়ীর পথিথিন ব্যাগের পরিবর্তে পাটজাত মোড়কের ব্যবহার করার আহব্বান জানান।

এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :