চিকিৎসকের অভাবে নবজাতকের মৃত্যুর অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৮, ২১:৩৪

সিরাজগঞ্জে চিকিৎসকের অভাবে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার রাতে শহরের মুজিব সড়কে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ স্বজনরা মা ও শিশু কল্যাণ কেন্দ্র ভাঙচুর করেছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের জানান, পৌর এলাকার জানপুর মহল্লার জাহাঙ্গীর আলমের স্ত্রী নাসিমা খাতুন ১৭বছর পর সন্তান জন্মদানের জন্য মা ও শিশু কল্যাণ কেন্দ্রে যান। এ সময় সেখানে চিকিৎসক ও পর্যাপ্ত নার্স ছিলেন না। পরে একজন সিনিয়র স্টাফ নার্স প্রসব করানোর চেষ্টা করলে মৃত বাচ্চার জন্ম হয়।

এ ব্যাপারে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের আবাসিক চিকিৎসক নাফিসা শারমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

তবে, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তারিকুল ইসলাম জানিয়েছেন।

তিনি আরো জানান, আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :